একটা মোবাইল কিনার জন্য ১৫০০০ হাজার টাকা মোটামুটি ভালো বাজেট, আমরা অনেকে চাই ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনতে আবার অনেকে চাই ভালো ক্যামেরা মোবাইল কিনতে, তু আজকে আমরা মাত্র ১৫০০০ টাকার মধ্যে সেরা গেমিং, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং অন্যান্য সকল ধরনের ফোন নিয়ে কথা বলব।
আরও পড়ুন ৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
আপনার কষ্টের টাকায় একটি ভালো ফোন কিনতে আমাদের সাথেই থাকুন। আমরা প্রতিটা মোবাইল রিভিউ করার পর সেই মোবাইলটি কার জন্য ভালো হবে সে সম্পর্কে মতামত প্রকাশ করব।
আরও পড়ুন ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন
আমাদের এই পোস্ট-এ ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন থেকে শুরু করে ১২ থেকে ২০ হাজার টাকার মধ্যে সেরা ফোন গুলো নিয়েও কথা বলব।
Contents
১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন | Itel S23

যারা মাত্র ১২ হাজার টাকার মধ্যে একটি ভালো মোবাইল কিনতে চান তাদের জন্য প্রথমেই রাখছি Itel S23,
এটি একটি অফিচিয়াল মোবাইল এবং এটার ৮ জিবি রেম এবং ১২৮ জিবি রোমের মোবাইলটির দাম মাত্র ১১,৪৯০ টাকা।
আরও পড়ুন 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল
মোবাইলটি দেখতে খুবি সুন্দর আপনার যদি মাত্র ১২ হাজার টাকার মধ্যে সুন্দর এবং স্টাইলিশ একটি মোবাইল কিনতে চান তাহলে এই মোবাইলটি আপনার জন্য হবে সেরা চয়েছ।
আরও পড়ুন 12 হাজার টাকার মোবাইল Vivo
কারণ মোবাইলটি যেমন দেখতে সুন্দর তেমনি অন্য দিক দিয়েও ভালো এই বাজেটের মধ্যে যা কিছু থাকা দরকার সবি আছে এই মোবাইলে।
Connectivity
মোবাইলটিতে নেটওয়ার্ক ব্যাবহার করার জন্য দেওয়া হয়েছে ৪জি সাপোর্ট, দুটি ডুয়াল সিম লাগাতে পারবেন, থাকছে USB Type-C
Display
১২ হাজার টাকা দামের সুন্দর এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হলো ৬.৬ ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন দেওয়া হয়েছে HD+ 1612 by 720 পিক্সেল এবং পিপিআই থাকছে ২৬৭।
ডিসপ্লে টেকনোলজি ব্যাবহার করা হয়েছে IPS Touchscreen. ১২ হাজার টাকা দামে এই ডিসপ্লেকেই ভালো বলা যায়।
সবচেয়ে বড় চমক হলো মাত্র ১২ হাজার টাকার এই মোবাইলের ডিসপ্লে তে দেওয়া হয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
Back Camera
মোবাইলটির ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে ডুয়াল ৫০ মেগাপিক্সেল ল্যান্স এবং QVDA ল্যান্স, ব্যাক ক্যামেরা দিয়ে Full HD ভিডিও করা যাবে।
Front Camera
১১,৫০০ হাজার টাকার Itel S23 মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের একটি ল্যান্স।
Battery
মোবাইলটির ব্যাটারিতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ এর বিশাল বড় ব্যাটারি। তাই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে অনেক সময় এবং চার্জ করার জন্য থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জার।
Performance
অপারেটিং সিস্টেম রয়েছে Android 12, ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে UniSOC T606 (12 nm)
রেম দেওয়া হয়েছে ৪/৮ জিবি এবং রোম দেওয়া হয়েছে ১২৮/২৫৬ জিবি।
রোম টাইপ (UFS 2.1)
মোবাইলটির অফিচিয়াল দাম ১১,৪৯০ টাকা ৮/১২৮ জিবি।
মতামত
আপনার বাজেট যদি হয় ১২ হাজার টাকা আর আপনার একটি সুন্দর মোবাইল দরকার হয় আবার মাজে মধ্যে গেম খেলবেন তাহলে এই মোবাইলটি নিতে পারেন।
১১ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে বর্তমানে এর থেকে ভালো মোবাইল এর নেই, তবে এর কাছাকাছি একটা দেশিও ব্রান্ডের মোবাইল আছে Symphony Z60 Plus, আপনি চাইলে সেটাও নিতে পারেন।
এই দামের মধ্যে এই দুইটা মোবাইলি সবচেয়ে ভালো।
Itel S23 Full Specifications
মডেলঃ Itel S23
নেটওয়ার্কঃ ৪জি
ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি, HD+ (267 ppi)
অপারেটিং সিস্টেমঃ Android 12
ছিপ্সেটঃ UNISOC T606 (12 nm)
ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ৫০ মেগাপিক্সেল + QVGA
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল একটি ল্যান্স
রেমঃ ৮ জিবি
রোম/মেমোরিঃ ১২৮ জিবি (USF 2.1)
ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ, ১০ ওয়াট ফাস্ট চার্জার।
দামঃ ৮/১২৮ জিবি – ১১,৪৯০ টাকা (অফিচিয়াল)
Redmi 11 Prime | ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

Redmi 11 Prime এটি একটি জাতিয় ফোন বলা চলে, মাত্র ১২,৪৯০ টাকায় এই মোবাইলটি আপনাকে যা দিচ্ছে তা হয়তো আপনি ১৭-১৮ হাজার টাকায় খুব বেশি পাবেন না।
তবে মোবাইলটি আরফিচিয়াল, চলোন দেখে নেওয়া যাক মাত্র ১২,৪৯০ টাকার এই জাতিয় ফোন-এ কি কি থাকছে।
Connectivity
নেটওয়ার্ক দেওয়া হয়েছে ৪জি এবং দুটি সিম ব্যাবহার করা যাবে, দেওয়া হয়েছে USB Type-C,
Display
মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৫৮ ইঞ্চি, রেজুলেশন Full HD+ 1080 by 2408 পিক্সেল (401 ppi), ডিসপ্লে টেকনোলজি IPS LCD Touchscreen.
মাত্র ১২,৪৯০ টাকার এই মোবাইলের ডিসপ্লে তে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 3.
এছাড়াও ডিসপ্লে তে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
Back Camera
মোবাইলটির ক্যামেরাতে রয়েছে ৫০+২+২ মেগাপিক্সেলের তিনটি ল্যান্স। তুলা যাবে ম্যাক্রো ফটো এবং করা যাবে 1080@30fps-এ ভিডিও রেকর্ড।
এবং রয়েছে HDR সাপোর্ট।
Front Camera
মোবাইলটির ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ল্যান্স, এতেও রয়েছে HDR সাপোর্ট এবং করা যাবে Full HD ভিডিও রেকর্ড।
Battery
মোবাইলটিতে রয়েছে ৫ হাজার এমএএইচ এর বড় ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জার, আরও থাকছে ৫ ওয়াট রিভার্স চার্জ সাপোর্ট।
Performance
অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 12 (MIUI 13)
ছিপ্সেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জী৯৯ (৬ এনএম)
রেম দেওয়া হয়েছে ৪ জিবি এবং ৬ জিবি, রোম/মেমোরি দেওয়া হয়েছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি (UFS 2.2)
মতামত
এই মোবাইলটির দাম মাত্র ১২,৪৯০ টাকা, আপনার যদি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চান তাহলে এই মোবাইলটি আপনার জন্য সেরা চয়েজ হবে।
১৫০০০ টাকার মধ্যে এর থেকে ভালো গেমিং মোবাইল আর একটাও পাবেন না, গেমিং এর পাশাপাশি এর মোবাইলটির ডিসপ্লে এবং ক্যামেরাও তুলনা মূলক অনেকটাই ভালো।
তাই আমি পরামর্শ দেব আপনার যদি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন দরকার হয় তাহলে Redmi 11 Prime ফোনটি চোখ বন্দ করে নিতে পারেন।
Redmi 11 Prime Full Specifications
মডেলঃ Redmi 11 Prime
নেটওয়ার্কঃ ৪জি
ডিসপ্লেঃ ৬.৫৮ ইঞ্চি, IPS LCD Full HD+ (401 ppi), 90Hz.
অপারেটিং সিস্টেমঃ Android 12 (MIUI 13)
ছিপ্সেটঃ MediaTek Helio G99 (6 nm)
ব্যাক ক্যামেরাঃ তিনটি ৫০+২+২ মেগাপিক্সেল ল্যান্স, Full HD Video.
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সলে ল্যান্স, Full HD Video.
রেমঃ ৪/৬ জিবি
রোম/মেমোরিঃ ৬৪/১২৮ জিবি (USF 2.2)
ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ, ১৮ ওয়াট ফাস্ট চার্জার।
দামঃ ৪/৬৪ জিবি – ১২,৪৯০ টাকা (আনফিচিয়াল)
Benco S1 Pro | 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

Benco আমাদের কাছে নতুন এবং অপরিচিত একটি কোম্পানি হলেও তারা যেই মোবাইলটি নিয়ে আসছে সেটা খুবি ভালো এবং এই মোবাইলের মাধ্যমে আমরা অনেকেই এই ব্রান্ডের সাথে পরিচিত হতে পেরেছি।
মোবাইলটির দাম ১৪,৯৯০ টাকা, এই মোবাইলটির ডিজাইন খুবি সুন্দর এবং ক্যামেরাও ভালো। চলোন বিস্তারিত জেনে নেই।
Connectivity
মোবাইলটিতে নেটওয়ার্ক ব্যাবহার করা জন্য দেওয়া হয়েছে ৪জি সাপোর্ট, এক সাথে দুটি সিম লাগিয়ে ব্যাবহার করতে পারবেন।
থাকছে Bluetooth v5.0, USB Type-C
Display
মোবাইলটির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে বিশাল বড় ৬.৮ ইঞ্চি, রেজুলেশন থাকছে Full HD+ 1080 by 2460 pixels,
ডিসপ্লে টেকনোলজি IPS LCD, এই মোবাইলটির ডিসপ্লে ভালো হলেও দেওয়া হয়নি রিফ্রেশ রেট যা এই মোবাইলটিকে একটু পিছিয়ে দিয়েছে।
Back Camera
মোবাইলটি ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো ক্যামেরা মোবাইল হতে পারে, ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে ৬৪+২ মেগাপিক্সলের দুটি ক্যামেরা এবং আরেকটা থাকছে AI ল্যান্স।
তুলা যাবে ম্যাক্রো ফটো এবং ভিডিও করা যাবে Full HD তে।
Front Camera
মোবাইলটির ফ্রন্ট ক্যামেরাতেও দেওয়া হয়েছে একটি বড় ল্যান্স সেটা ১৬ মেগাপিক্সেল তুলা যাবে ভালো চবি এবং ভিডিও করা যাবে Full HD তে।
Battery
মোবাইলটির ব্যাটারি তে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ এর বিশাল বড় ব্যাটারি, এটা নতুন কিছু না হলেও চমক আছে এটার চার্জার-এ
মাত্র ১৫ হাজার টাকার এই মোবাইলে দেওয়া হয়েছে সুপার ফাস্ট ৩৩ ওয়াট চার্জার।
Performance
মোবাইলটির অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে Android 13 (INONE UI)
ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে UNISOC T616 (12 nm)
রেম দেওয়া হয়েছে ৬ জিবি এবং ৮ জিবি সাথে থাকছে ৬/৮ ভার্চুয়াল রেম বাড়িয়ে নেওয়ার সুবিদা।
রোম দেওয়া হয়েছে ১২৮ এবং ২৫৬ জিবি, রোম টাইপ (UFS 2.2)
মতামত
আপনার যদি ১৫০০০ টাকার মধ্যে একটি ভালো গেমিং ফোন দরকার হয় তাহলে এই ফোনটি আপনার জন্য নয়।
এই ফোন দিয়ে খুব বেশি গেমিং করা যাবেনা, তবে এই মোবাইলে দেওয়া হয়েছে ভালো ক্যামেরা যা দিয়ে বেশ ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন।
আপনার যদি ১৫০০০ হাজার টাকার মধ্যে একটি ভালো ক্যামেরা ফোন দরকার হয় এবং অন্যান্য সবকিছু মোটামুটি মানের হলেই চলবে তাহলে আপনার জন্য এই ফোন সেরা চয়েজ।
Benco S1 Pro Full Specifications
মডেলঃ Benco S1 Pro
নেটওয়ার্কঃ ৪জি
ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি, IPS LCD Full HD+
অপারেটিং সিস্টেমঃ Android 13 (INONE UI)
ছিপ্সেটঃ UNISOC T616 (12 nm)
ব্যাক ক্যামেরাঃ তিনটি ৬৪+২ মেগাপিক্সেল ল্যান্স + AI ল্যান্স।
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সলে ল্যান্স, Full HD Video.
রেমঃ ৬/৮ জিবি
রোম/মেমোরিঃ ১২৮/২৫৬ জিবি (USF 2.2)
ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট।
দামঃ ৬/১২৮ জিবি – ১৪,৯৯৯ টাকা (অফিচিয়াল)
Tecno Spark 10 pro | 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

Tecno Spark 10 Pro ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল,
আপনার বাজেট যদি হয় ১৫০০০ হাজার টাকা এবং আপনার একটি সুন্দর মোবাইল এবং অন্যান্য সবদিকেও ভালো হতে হবে এমন ফোন দরকার হয় তাহলে এই মোবাইলটি দেখতে পারেন।
তবে এই মোবাইলটির রেম থাকছে একটু কম ৪ জিবি,
৮ জিবির আরেকটি ভারিয়ান্ট থাকলেও সেটার দাম ১৭ হাজার টাকা।,
চলোন দেখে নেওয়া যাক ১৫ হাজার টাকার Tecno Spark 10 Pro মোবাইলে কি কি পাওয়া যায়।
Connectivity
বরাবরের মত আছে ৪জি নেটওয়ার্ক, দুটি সিম ব্যাবহার করা সুবিদা এবং USB Type-C থাকছে NFC।
Display
মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৮ ইঞ্চি, রেজুলেশন Full HD+ 1080 by 2460 Pixels (395), টেকনোলজি – IPS LCD, থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
Back Camera
মোবাইলটির ব্যাক ক্যামেরায় রয়েছে ২ টি ল্যান্স যার একটি ৫০ মেগাপিক্সেল এবং অপরটি ০.০৮ মেগাপিক্সেল।
ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 4K (1440p@30fps)
Front Camera
মোবাইলটির ফ্রন্ট ক্যামেরায় আছে ৩২ মেগাপিক্সেলের একটি ল্যান্স, করা যাবে Full HD ভিডিও।
Battery
মোবাইলটির ব্যাটারিতে আছে ৫ হাজার এমএএইচ নন রেমোভেবল ব্যাটারি, থাকছে ১৮ ফাস্ট চার্জার।
Performance
অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে Android 13 (HiOS 12.6) এবং ছিপ্সেট থাকছে MediaTek Helio G88 (12 nm)
রেম থাকছে ৪/৮ জিবি এবং মেমোরি/রোম দেওয়া হয়েছে ১২৮ জিবি।
মতামত
আপনার যদি ১৫০০০ টাকার মধ্যে এমন একটি মোবাইল দরকার যেটা দিয়ে আপনি সবকিছু করতে চান কিংবা ক্যামেরা, গেমিং,ডিসপ্লে সব দিক থেকেই ভালো পারফর্মেন্স পেতে চান তাহলে এই মোবাইলটি নিতে পারেন।
তবে আপনি যদি শুধু গেমিং এর জন্য ভালো মোবাইল নিতে চান তাহলে Redmi 11 Prime নিতে পারেন।
Tecno Spark 10 pro Full Specifications
মডেলঃ Tecno Spark 10 Pro
নেটওয়ার্কঃ ৪জি
ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি, IPS LCD Full HD, 90Hz Refresh rate.
অপারেটিং সিস্টেমঃ Android 13 (HiOS 12.6)
ছিপ্সেটঃ MediaTek Helio G88 (12 nm)
ব্যাক ক্যামেরাঃ দুটি ৫০তি০.০৮ মেগাপিক্সেল ল্যান্স।
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সলে ল্যান্স, Full HD Video.
রেমঃ ৪/৮ জিবি
রোম/মেমোরিঃ ১২৮ জিবি (eMMC 5.1)
ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ, ১৮ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট।
দামঃ ৪/১২৮ জিবি – ১৪,৯৯০ টাকা (অফিচিয়াল)
Walton Xanon X20 | 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

আপনার বাজেট যদি হয় ১৯ হাজার টাকা তাহলে আপনার জন্য রয়েছে বাংলাদেশি ব্রান্ড Walton এর একটি খুবি ভালো মোবাইল Walton Xanon X20.
এই মোবাইলটির দাম ১৯ হাজার টাকা, আপনি যদি ১৯ হাজার টাকার মধ্যে ভালো গেমিং মোবাইল নিতে চান তাহলে এটা দেখতে পারেন।
Connectivity
এই মোবাইলেও রয়েছে সবার মত ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, দুটি সিম ব্যাবহার করার সুবিদা।
Display
মোবাইলটির ডিসপ্লে সাইজ হলো ৬.৮ ইঞ্চি যেটির রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০ বাই ২৪৬০ পিক্সেলস, পিক্সেল ডেনসিটি ৩৯৫ পিপিআই, টেকনোলজি আই-পি-এস এলসিডি।
থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট যেটা অসাধারণ, আরও থাকছে ২৪০ হার্জ টাচ সামপ্লিং রেট।
Performance
মোবাইলটিকে পাওয়ার ডেলিভারি দেওয়া জন্য ব্যাবহার করা হয়েছে পাওয়ারফুল ছিপ্সেট মিডিয়া টেক হেলিও জি৯৯ (৬ এনএম)
অপারেটিং সিস্টেম হলো Android 13 (Dido OS)
রেম দেওয়া হয়েছে ৮ জিবি এবং রোম দেওয়া হয়েছে ১২৮ জিবি।
Back Camera
অসাধারণ এই মোবাইলটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ + ২ + ০.৩ মেগাপিক্সেলস এর তিনটি ক্যামেরা। ভিডিও করা যাবে 2K@30fps-এ।
Front Camera
ওয়াল্টনের সেরা এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৩২ মেগাপিক্সেলের একটি ল্যান্স, এটা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p@30-এ
Battery
১৯ হাজার টাকার এই মোবাইলে দেওয়া হয়েছে ১৮ ফাস্ট চার্জার এবং ৫ হাজার এমএএইচ ব্যাটারি।
মতামত
এই মোবাইলটির কেত্রে যদি আমার মতামত হলো আপনার বাজেট যদি ১৯ হাজার টাকা থাকে আর আপনি একটি অফিচিয়াল মোবাইল কিনতে চান তাহলে এটাই আপনার জন্য সেরা হবে।
আপনি গেম খেলোন কিংবা অন্য যাকিছুই করেন এটাই আপনাকে দিবে সেরা পারফর্মেন্স।
Walton Xanon X20 Full Specifications
মডেলঃ Walton Xanon X20
নেটওয়ার্কঃ ৪জি
ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি, IPS LCD Full HD+
অপারেটিং সিস্টেমঃ Android 13 (Dido OS)
ছিপ্সেটঃ MediaTek Helio G99 (6 nm)
ব্যাক ক্যামেরাঃ তিনটি ৫০+২ মেগাপিক্সেল ল্যান্স এবং একটি AI ল্যান্স।
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সলে ল্যান্স, Full HD Video.
রেমঃ ৮ জিবি
রোম/মেমোরিঃ ১২৮ জিবি (USF)
ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ, ১৮ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট। দামঃ ৮/১২৮ জিবি – ১৮,৯৯৯ টাকা (অফিচিয়াল)