Skip to content

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ 2023

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

জমিয়ে রাখা টাকা দিয়ে খারাপ মোবাইল কিনছেন না তু? বাংলাদেশের মোবাইল বাজারে ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ-এ যে গুলোই আছে তার বেশির বাগ মোবাইল ভালো হয়না। 

আরও পড়ুন 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল

অনেক মানুষ আছেন যারা মোবাইল দেখতে সুন্দর হলেই কিনে নেন তারপর কয়েকদিন গেলেই দেখা যায় মোবাইলটি ব্যাবহার করা যাচ্ছেনা বা খারাপ হয়ে গেছে। 

আপনার জমিয়ে রাখা টাকায় যেন ভালো মোবাইল কিনতে পারেন সেজন্য আমি আজকে আপনাদের সাথে ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ-এ যেগুলো পাওয়া যায় সেগুলো শেয়ার করব। 

আরও পড়ুন 12 হাজার টাকার মোবাইল Vivo

আজকের এই পোস্ট-এ আমরা ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা ৪ টি মোবাইল রেখেছি। যেগুলো দেখতে হবে খুবি সুন্দর এবং ভালো পারফর্মেন্সও দিবে। 

শেষ পর্যন্ত পড়লে সঠিক মোবাইল বাছাই করতে সহজ হবে। 

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ| Symphony i96

৮ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা মোবাইল গুলোর মধ্যে প্রথমেই রয়েছে Symphony i96 এই মোবাইলটি ৮ হাজার টাকা বাজেটে ভালো অপশন। 

ডিসপ্লেঃ মাত্র ৮ হাজার টাকার এই মোবাইলটি দেখতে খুবি সুন্দর ডিসপ্লে সাইজ হলো ৬.৬ ইঞ্চি আর রেজুলেশন হলো HD+ ১৬০০ বাই ৭২০ মেগাপিক্সেল এবং পিপিআই ২৬৯। 

ডিসপ্লে টেকনোলজি হলো IPS, এই দামে মোবাইলটি ভালোই ডিসপ্লে দিচ্ছে। 

ক্যামেরাঃ ছবি তুলার জন্য আর ভিডিও করার জন্য ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যাবহার করা হয়েছে একটি করে ৫ মেগাপিক্সেল ল্যান্স। 

দুটি ক্যামেরা দিয়েই ভিডিও করতে পারবেন Full HD তে। এটা মোবাইলটিকে বানিয়েছে সবার সেরা। 

অন্যান্য কোম্পানি যেখানে ১২ হাজার টাকার মোবাইলেও ফ্রন্ট ক্যামেরায় Full HD ভিডিও সাপোর্ট দিতে পারছেনা, সেখানে Symphony মাত্র ৮ হাজার টাকায় দিচ্ছে। 

পারফর্মেন্সঃ ৮ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো এই মোবাইলটি ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22 ছিপ্সেট যেটা NM -এ তৈরি।

মোবাইলটিতে রেম রয়েছে ২ জিবি এবং রোম/মেমোরি ব্যাবহার করা হয়েছে ৩২ জিবি। 

আরও ২৫৬ জিবির মেমোরি কার্ড লাগাতে পারবেন। 

ব্যাটারিঃ মোবাইলটিকে চার্জ ব্যাকআপ দেওয়ার জন্য ব্যাবহার করা হয়েছে ৪১৫০ এম-এ-এইচ এর ব্যাটারি। 

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

Symphony i96 Full Specifications.

মডেল নাম্বারঃ Symphony i96
সিমঃ দুটি ছোট সিম ব্যাবহার করা যাবে।
ডিসপ্লেঃ সাইজ ৬.৬ ইঞ্চি, রেজুলেশন ৭২০ × ১৬০০ পিক্সেল, (২৬৯)
ব্যাক ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলস একটি ল্যান্স।
ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলস একটি ল্যান্স।
প্রসেসরঃ মিডিয়াটেক হিলিও A22 (১২ এনএম)
ব্যাটারিঃ ৪১৫০ হাজার এম-এ-এইচ।
রেমঃ ২ জিবি
রোমঃ ৩২ জিবি 
দামঃ ২/৩২ – ৭,৯৯৯ টাকা।

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ | Symphony ATOM 4 

বাংলাদেশে ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে আরেকটি সেরা মোবাইল হলো  Symphony ATOM 4 এই মোবাইলটির দাম মাত্র ৮,৬৯৯ টাকা।

মোবাইলটি দেখতে খুবি সুন্দর দেখে বুজাই যাবেনা এই মোবাইলটার দাম মাত্র ৮ হাজার টাকা। তু চলোন দেখে নেওয়া যাক সুন্দর এই মোবাইলটার সাথে আর কি কি থাকছে। 

ডিসপ্লেঃ মোবাইলটির ডিসপ্লে হলো IPS টেকনোলজির, ডিসপ্লে সাইজ ৬.৫৬ ইঞ্চি, রেজুলেশন দেওয়া হয়েছে HD+ 1612 বাই ৭২০ পিক্সেল এবং পিপিএই থাকছে ২৬৯। 

ক্যামেরাঃ মাত্র ৮,৬৯৯ টাকার এই মোবাইলের ব্যাক ক্যামেরাতে ব্যাবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ল্যান্স যেটা দিয়ে ছবি তুলার পাশাপাশি ভিডিও করতে পারবেন Full HD (1080p) তে। 

ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে একটি ৫ মেগাপিক্সেল ল্যান্স তবে সেটা দিয়ে করা যাবেনা Full HD ভিডিও রেকর্ড। ভিডিও করা যাবে ৭২০পি তে। 

ব্যাটারিঃ মাত্র ৮,৬৯৯ টাকার এই মোবাইল সেরা হওয়ার আরেকটি কারন হলো সেটার ব্যাটারি, দেওয়া হয়েছে ৫০০০ হাজার এম-এ-এইচ এর বিশাল বড় ব্যাটারি। 

চার্জ করার জন্য দেওয়া হয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জার যা এই দামে ভাবাই যায়না। 

পারফর্মেন্সঃ মোবাইলটিতে ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে UNISOC T606 (12) যেটাও এই দামে একটি ভালো অপশন। 

GPU ব্যাবহার করা হয়েছে Mali-G57 MP1, রেম দেওয়া হয়েছে ৩ জিবি এবং রোম দেওয়া হয়েছে ৩২ জিবি। 

আলাদা করে মেমোরি লাগানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। 

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

Symphony ATOM 4 Full Specifications.

মডেল নাম্বারঃ Symphony ATOM
সিমঃ ব্যাবহার করা যাবে দুটি ছোট সিম।
ডিসপ্লেঃ সাইজ ৬.৫৬ ইঞ্চি, রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০ × ১৬১২ পিক্সেল, (২৬৯)
ব্যাক ক্যামেরাঃ ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলস একটি ল্যান্স।
ফ্রন্ট ক্যামেরাঃ ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলস একটি ল্যান্স।
প্রসেসরঃ ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে UNISOC T606 (১২ এনএম)
ব্যাটারিঃ ৪১৫০ হাজার এম-এ-এইচ।
রেমঃ ৩ জিবি
রোমঃ ৩২ জিবি 
দামঃ ৩/৩২ – ৮,৬৯৯ টাকা।

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ | Itel P40

আমাদের লিস্টে থাকা এই মোবাইলটি হলো Itel P40 দাম মাত্র ৮,৯৯৯ টাকা।

দেখতে অসম্বব সুন্দর এই মোবাইলটি, যে কেউ দেখলে পছন্দ হবেই। 

ডিসপ্লেঃ মোবাইলটির ডিসপ্লে রেগুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল, ডিসপ্লে টেকনোলজি IPS, ডিসপ্লে সাইজ ৬.৬ ইঞ্চি। এটার ডিসপ্লে এবং ডিজাইন খুব সুন্দর। 

ক্যামেরাঃ Itel P40 মডেলের এই মোবাইলের ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে দুটি ল্যান্স যার দুটি ১৩ মেগাপিক্সেল ল্যান্স তবে একটি AI ল্যান্স।

ফ্রন্ট ক্যামেরায় ৫ মেগাপিক্সেলের একটি ল্যান্স ব্যাবহার করা হয়েছে। 

ব্যাটারিঃ এই মোবাইলের ব্যাটারিতে রয়েছে সবচেয়ে বড় চমক ৯ হাজার টাকার এই মোবাইলে দেওয়া হয়েছে ৬ হাজার এম-এ-এইচ ব্যাটারি। এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার। 

মাত্র ৯ হাজার টাকার মোবাইলে ১৮ ওয়াট ফাস্ট চার্জার আছে এটা অবাক করার মত কারণ। কোন কোন সময় ১৮ ওয়াট ফাস্ট চার্জার ২০ হাজার টাকার মোবাইলেও পাওয়া যায়না। 

পারফর্মেন্সঃ মোবাইলটি রান করার জন্য ব্যাবহার করা হয়েছে UNISOC SC9863A (28nm), এই প্রসেসরটি ভালো হলেও অনেকেটা পুরাতন হয়ে গেছে। 

এটায় মিডিয়া টেকের কোন একটা প্রসেসর ব্যাবহার করলে ভালো হত। 

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

Itel P40 Full Specifications.

মডেল নাম্বারঃ Itel P40
সিমঃ ব্যাবহার করা যাবে দুটি নেনো সিম।
ডিসপ্লেঃ ডিসপ্লে সাইজ হলো ৬.৬ ইঞ্চি , রেজুলেশন দেওয়া হয়েছে HD+ ৭২০ × ১৬১২ পিক্সেল, (২৬৯)
ব্যাক ক্যামেরাঃ ব্যাক ক্যামেরায় দেওয়া ডুয়াল ১৩ মেগাপিক্সেলস ল্যান্স টার মধ্যে একটি হলো AI ল্যান্স।
ফ্রন্ট ক্যামেরাঃ ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলস একটি ল্যান্স।
প্রসেসরঃ ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে UNISOC SC9863A (28 এনএম)
ব্যাটারিঃ বিশাল বড় ৬ হাজার এম-এ-এইচ।
রেমঃ রেম থাকছে ৩/৪ জিবি।
রোমঃ রোম থাকছে ৩২/৬৪ জিবি।
দামঃ ৩/৩২ – ৮,৯৯০ টাকা, ৪/৬৪ – ৯,৯৯০ টাকা।

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ | Symphony Z60 

আমাদের এই লিস্টের ৪ নাম্বারে রয়েছে Symphony Z60 যার দাম ৯.৯৯৯ টাকা। 

এই মোবাইলটিও দেখতে খুবি সুন্দর। 

ডিসপ্লেঃ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লে টেকনোলজি হলো IPS, রেজুলেশন দেওয়া হয়েছে HD+ ১৬০০ বাই ৭২০ পিক্সেল (পিপিআই ২৬৩) 

আরও রয়েছে চমক মাত্র ১০ হাজার টাকার এই মোবাইলে দেওয়া হয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। 

ক্যামেরাঃ চমক শুধু ডিসপ্লেতে নয় রয়েছে ক্যামেরাতেও মোবাইলটির ব্যাক ক্যামেরায় রয়েছে ডুয়াল ল্যান্স যার একটি ল্যান্স ৫২ মেগাপিক্সেল এবং অপরটি ২ মেগাপিক্সেল ল্যান্স। 

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাত্র ১০ হাজার টাকার এই মোবাইল দিয়ে করতে পারবেন Ultra HD 4K ভিডিও রেকর্ড। যা আমরা সকল ২০ হাজার টাকার মোবাইলেও দেখতে পাইনা। 

এছাড়া ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ল্যান্স সেটা দিয়ে করা যাবে Full HD ভিডিও রেকর্ড। 

ব্যাটারিঃ ধারান চমক শেষ হয়নি আরও আছে মাত্র ১০ হাজার টাকার এই মোবাইলে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার এবং ৫ হাজার এম-এ-এইচ ব্যাটারি। 

পারফর্মেন্সঃ অসাধারন এই মোবাইলটি পারফর্ম করার জন্য ছিপ্সেট দেওয়া হয়েছে UNISOC T606 (12 nm), 

রেম দেওয়া হয়েছে ৩/৪ জিবি এবং রোম দেওয়া হয়েছে ৬৪ জিবি। 

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

Symphony Z60 Full Specifications.

মডেল নাম্বারঃ Symphony Z60 
সিমঃ ২টি ছোট সিম ব্যাবহার করা যাবে।
ডিসপ্লেঃ ডিসপ্লে সাইজ ৬.৫২ ইঞ্চি , ৯০ হার্জ রিফ্রেশ রেট, রেজুলেশন দেওয়া হয়েছে HD+ ৭২০ × ১৬১২ পিক্সেল (২৬৯).
ব্যাক ক্যামেরাঃ ব্যাক ক্যামেরায় দুটি ক্যামেরা একটি ৫২ মেগাপিক্সেল আরেকটা ২ মেগাপিক্সেল। (4K Video Record Support). 
ফ্রন্ট ক্যামেরাঃ ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলস একটি ল্যান্স।
প্রসেসরঃ ছিপ্সেট ব্যাবহার করা হয়েছে UNISOC T606 (12 nm)
ব্যাটারিঃ ৫ হাজার এম-এ-এইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট।
রেমঃ রেম থাকছে ৩/৪ জিবি।
রোমঃ রোম থাকছে ৬৪ জিবি।
দামঃ ৩/৬৪ – ৯,৯৯৯ টাকা, ৪/৬৪ – ১০,৪৯৯ টাকা।