Itel একটি চাইনিজ মোবাইল কোম্পানি তারা বাংলাদেশের মোবাইল মার্কেটে খুব ভালো ভালো মোবাইল উপহার দিচ্ছে, এজন্য তারা খুব দ্রুত বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকে আছেন যারা স্মার্টফোনের পাশাপাশি itel বাটন মোবাইলও নিতে চান। তাদের জন্যই আজকে আমরা itel বাটন মোবাইলের দাম ও ছবি নিয়ে আলোচনা করব।
আরও পড়ুন সবচেয়ে সেরা দামে সেরা বাটন মোবাইল
আপনি যদি একটি itel বাটন মোবাইল কিনতে চান তাহলে আমাদের এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন তাহলে itel বাটন মোবাইলের ও ছবি দেখতে পারবেন।
Contents
- 1 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it2175
- 2 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5027
- 3 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5621
- 4 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | itel IT5618N (Power410)
- 5 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it2173
- 6 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5617
- 7 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it2171
- 8 Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5312
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it2175
Itel বাটন মোবাইলের মধ্যে প্রথমেই রয়েছে Itel it2175, মোবাইলটির দাম দরা হয়েছে ১,১৮০ টাকা। দেওয়া হয়েছে ২ জি নেটওয়ার্ক।
এক সাথে ব্যাবহার করতে পারবেন দুটি সিম। ডিসপ্লে থে ব্যাবহার করা হয়েছে ২.৪ ইঞ্চির একটি TFT ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন ১২৮ বাই ১৬০ পিক্সেলস।
আরও পড়ুন ১৫ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা বাটন মোবাইল
রেম রয়েছে চার এমবি এবং রোমও রয়েছে চার এমবি। আলাদা মেমোরি কার্ড ৩২ জিবি পর্যন্ত লাগানো যাবে। মোবাইলটিতে আছে একটি ক্যামেরা।
২,৪ ইঞ্চির TFT ডিসপ্লেটিকে ব্যাকআপ দিতে, দেওয়া হয়েছে ১০০০ mAh ব্যাটারি।
Itel it2175 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি।
সিমঃ দুটি।
ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চি, ১২৮ বাই ১৬০ পিক্সেল রেজুলেশন।
কার্ড স্লটঃ ৩২ জিবি পর্যন্ত লাগাতে পারছেন।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ একটি মেইন ক্যামেরা।
ব্যাটারিঃ ১০০০ mAh।
দামঃ ১,১৮০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5027
দ্বিতীয় মোবাইলটির মডেল নাম্বার হলো Itel it5027, দাম ১,৩৭০ টাকা, এই মোবাইলটির ডিসপ্লে টেকনোলজিও TFT এবং ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি।
আরও পড়ুন মাত্র ৪ হাজার টাকার মধ্যে স্মার্টফোন
রেম দেওয়া হয়েছে ৪ এমবি, এবং রোম রয়েছে ৪ এমবি। মেমোরি কার্ড লাগাতে পারবেন ৩২ জিবি পর্যন্ত।
এই মোবাইলটির ব্যাটারি থাকছে অনেক বড় ১৭০০ mAh, আশা করা যায় এই ব্যাটারি দিয়ে ২ দিনের মত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
Itel it5027 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি।
সিমঃ Dual Sim।
ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চি TFT ডিসপ্লে।
কার্ড স্লটঃ ৩২ জিবি মেমোরি লাগানো যাবে।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ একটি ক্যামেরা।
ব্যাটারিঃ ১৭০০ mAh।
দামঃ ১,৩৭০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5621
তৃতীয় নাম্বারে থাকছে Itel it5621 মডেলের মোবাইলটি, দাম ১,৫৫০ টাকা।
নেটওয়ার্ক-এ দেওয়া হয়েছে ২জি সাপোর্ট, রয়েছে এক সাথে দুটি সিম লাগানোর সুবিদা।
এই মোবাইলটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে ২.৮ ইঞ্চির একটি ডিসপ্লে যেটার টেকনোলজি TFT এবং রেজুলেশন ৩২০ বাই ২৪০ পিক্সেলস।
রেম পাচ্ছেন ৪ এমবি, রোমও পাচ্ছেন ৪ এমবি। ৩২ জিবি পর্যন্ত মেমোরি লাগাতে পারবেন।
ব্যাটারি দেওয়া হয়েছে বিশাল বড় ২৫০০ mAh এর, বাটন মোবাইলে এত বড় ব্যাটারি খুব বেশি দেখা যায়না। এই বড় ব্যাটারি দিয়ে মোবাইলটি চার্জ ব্যাকআপ পাবেন অনায়াসে ২ থেকে ৩ দিন।
Itel it5621 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি।
সিমঃ Dual লাগানো যাবে।
ডিসপ্লেঃ ২.৮ ইঞ্চি TFT ডিসপ্লে, ৩২০ বাই ২৪০ রেজুলেশন।
কার্ড স্লটঃ ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যাবে।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ একটি ক্যামেরা।
ব্যাটারিঃ ২৫০০ mAh।
দামঃ ১,৫৫০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | itel IT5618N (Power410)
এবারের Itel বাটন ফোনের মডেল itel IT5618N (Power410), এই মোবাইলটির দাম ১,৪৯০ টাকা। রয়েছে ২জি নেটওয়ার্ক।
বরাবরের মত এই ফোনেও রয়েছে TFT ২.৪ ইঞ্চির ডিসপ্লে, এটার রেজুলেশন দেওয়া হয়েছে ৩২০ বাই ২৪০ পিক্সেল।
রেম থাকছে ৪ এমবি এবং রোম থাকছে ৪ এমবি, মেমোরি কার্ড লাগানো যাবে ৩২ জিবি পর্যন্ত।
এই মোবাইলটিরও ব্যাটারিতে দেওয়া হয়েছে ২৫০০ mAh এর বড় ব্যাটারি। বিশাল বড় এই ব্যাটারি দিয়ে পাওয়া যাবে ১ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ।
Itel it5618N (Power410) Full Specifications
নেটওয়ার্কঃ ২জি সাপোর্ট।
সিমঃ Dual লাগাতে পারবেন।
ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চি TFT ডিসপ্লে, ৩২০ বাই ২৪০ রেজুলেশন।
কার্ড স্লটঃ ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেলস ক্যামেরা ল্যান্স।
ব্যাটারিঃ ২৫০০ mAh।
দামঃ ১,৪৯০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it2173
Itel এর এই মোবাইলটি দেখতে খুবি সুন্দর এবং ছোট কিছুটা নোকিয়া মোবাইলের মত ডিজাইন করা হয়েছে।
মোবাইলটির মডেল নাম্বার Itel it2173, দাম মাত্র ১,১৫০ টাকা।
অন্য সকল মোবাইলের মত এই মোবাইলেও আছে ২জি নেটওয়ার্ক, দুটি সিম ব্যাবহার করা সুবিদা।
ডিসপ্লে সাইজ ১.৮ ইঞ্চি, রেজুলেশন দেওয়া হয়েছে ১২৮ বাই ১৬০ পিক্সেল (১১৪ ppi)
মেমোরি লাগাতে পারবেন ৮ জিবি পর্যন্ত, তবে এই মোবাইলে থাকছেনা কোন রেম এবং রোম।
রয়েছে ছোট একটি ক্যামেরা যেটির ল্যান্স ০.৩ মেগাপিক্সেলস।
ব্যাটারি দেওয়া হয়েছে ১০০০ mAh এর। যা দিয়ে মোটামুটি ১ দিন চার্জ ব্যাকআপ দিবে।
Itel it2173 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি সাপোর্ট।
সিমঃ দুটি সিম এক সাথে লাগাতে পারবেন।
ডিসপ্লেঃ ১.৮ ইঞ্চির TFT ডিসপ্লে, রেজুলেশন ১২৮ বাই ১৬০ পিক্সেলস।
কার্ড স্লটঃ ৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যাবে।
রেমঃ ০ এমবি।
রোমঃ ০ এমবি।
ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেলস ক্যামেরার একটি ল্যান্স।
ব্যাটারিঃ ১০০০ mAh।
দামঃ ১,১৫০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5617
এখন কথা বলব Itel এর একটি পুরাতন বাটন মোবাইল নিয়ে যেটা প্রায় ৫ বছর আগে ২০১৯ সালে লঞ্চ করা হয়ে ছিল।
মোবাইলটির মডেল নাম্বার হলো Itel it5617, মোবাইলটির দাম ১,৪৯০ টাকা।
এই মোবাইলেও রয়েছে ২ জি নেটওয়ার্ক, দুটি সিম লাগানোর সুবিদা, এবং TFT ডিসপ্লে যেটির সাইজ ২.৪ ইঞ্চি, রেজুলেশন ৩২০ বাই ২৪০ পিক্সেল (১৬৭ ppi)
মেমোরি কার্ড লাগাতে পারবেন ৩২ জিবি পর্যন্ত এবং সেট মেমোরি রয়েছে মাত্র ৪ এমবি এর রেম রয়েছে ৪ এমবি।
এই মোবাইলেও থাকছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ল্যান্স।
ব্যাটারি থাকছে ২৫০০ mAh এর। এটা একটা ভালো দিক Itel তাদের প্রায় সকল মোবাইলেই বড় ব্যাটারি দেওয়া চেষ্টা করে।
Itel it5617 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি সাপোর্ট করবে।
সিমঃ দুটি সিম লাগাতে পারবেন।
ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চির TFT ডিসপ্লে, রেজুলেশন ৩২০ বাই ২৪০ পিক্সেলস (১৬৭ ppi)
কার্ড স্লটঃ ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেলস ল্যান্স।
ব্যাটারিঃ ২৫০০ mAh।
দামঃ ১,৪৯০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it2171
এখন আমরা যে বাটন মোবাইল নিয়ে কথা বলব সেটা প্রায় ৬ বছরের পুরাতন, লঞ্চ হয়েছিল ২০১৮ সালে।
আমি বলব এই পুরাতন মোবাইল গুলো আপনারা এখন আর কিনবেন না।
তাও যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন এতটাও খারাপ হবেনা।
মোবাইলটির মডেল নাম্বার হলো Itel it2171, দাম মাত্র ১,১২০ টাকা।
পূর্বের সকল মোবাইলের মত এই মোবাইলেও পাচ্ছেন ২জি নেটওয়ার্ক সাপোর্ট, লাগাতে পারবেন একসাথে দুটি সিম।
ডিসপ্লে আগের মোবাইল গুলোর মতই থাকছে TFT, সাইজ ১.৭৭ ইঞ্চি, ১২৮ বাই ১৬০ পিক্সেল রেজুলেশন এবং ১১৬ ppi.
কেউ চাইলে মেমোরি কার্ড লাগাতে পারবেন ৩২ জিবি পর্যন্ত এর থেকে বড় মেমোরি কার্ড লাগাতে সাপোর্ট করবেনা। রেম রয়েছে ৪ এমবি এবং রোমও রয়েছে ৪ এমবি।
দেওয়া হয়েছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ল্যান্স এবং ব্যাটারি পাচ্ছেন ১০০০ mAh এর।
Itel it2171 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি সাপোর্ট রয়েছে।
সিমঃ দুটি সিম লাগানো যাবে।
ডিসপ্লেঃ ১.৭৭ ইঞ্চির TFT ডিসপ্লে, রেজুলেশন ১২৮ বাই ১৬০ পিক্সেলস (১১৬ ppi)
কার্ড স্লটঃ ৩২ জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ ০.৩ মেগাপিক্সেলস ক্যামেরা ল্যান্স।
ব্যাটারিঃ ১০০০ mAh।
দামঃ ১,১২০ টাকা মাত্র।
Itel বাটন মোবাইলের দাম ও ছবি | Itel it5312
২০২২ সালে লঞ্চ হওয়া এই মোবাইলটির মডেল নাম্বার Itel it5312, দাম দরা হয়েছে ১,৪৯০ টাকা। এই মোবাইলটি অন্য মোবাইল থেকে যে ভালো এটা বলা যাবেনা।
আমরা এখন পর্যন্ত যতগুলো মোবাইল নিয়ে কথা বলেছি তার সবগুলোই প্রায় একি রকমের।
এই মোবাইলতিতেও রয়েছে ২জি নেটওয়ার্ক, দুটি সিম লাগানোর অপশন।
২.৪ ইঞ্ছির TFT ডিসপ্লে, রেজুলেশন ৩২০ বাই ২৪০ পিক্সেল।
রেম থাকছে ৪ এমবি এবং রোম থাকছে ৪ এমবি। মেমোরি লাগানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।
রয়েছে একটি ক্যামেরা ল্যান্স, ব্যাটারি রয়েছে ১০০০ mAh এর।
Itel it5312 Full Specifications
নেটওয়ার্কঃ ২জি নেটওয়ার্ক।
সিমঃ দুটি সিম এক সাথে ব্যাবহার করতে পারবেন।
ডিসপ্লেঃ ২.৪ ইঞ্চির TFT ডিসপ্লে, রেজুলেশন ৩২০ বাই ২৪০ পিক্সেলস।
কার্ড স্লটঃ ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন।
রেমঃ ৪ এমবি।
রোমঃ ৪ এমবি।
ক্যামেরাঃ একটি ক্যামেরা ল্যান্স আছে।
ব্যাটারিঃ ১০০০ mAh।
দামঃ ১,৪৯০ টাকা মাত্র।