Skip to content

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল 2023 | Top Vivo Mobile Price

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল 2023 Top Vivo Mobile Price (1)

অনেকেই আছেন 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল কিনতে চান তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট, 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল কিনতে আমরা আপনাকে সাহায্য করব। 

আপনার জন্য সঠিক ভিভো মোবাইল বাছাই করতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন। 

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল গুলোর সবগুলো থেকে বাছাই করে আমরা আপনার জন্য নির্বাচন করেছি সবচেয়ে সেরা ৪ টি 10000 টাকার মধ্যে ভিভো মোবাইল। 

আরও পড়ুন ১২ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে সেরা ভিভো মোবাইল

চলোন দেখে নেওয়া যাক ৪ টা মোবাইল-এ কি কি ফিচার থাকছে, দাম কত টাকা এবং আপনার জন্য সেরা ভিভো মোবাইল কোনটি।

আমাদের বাছাই করা ৪ টি মোবাইল অফিচিয়াল তাই দাম একটু বেশি হতে পারে, তবে আপনি যদি এই মোবাইল গুলোর আনফিচিয়াল ভেরিয়ান্ট নেন তাহলে দাম অনেকটাই কম পরবে। 

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল | Vivo Y02

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল 2023 Top Vivo Mobile Price (1)

Vivo Y02 মডেলের এই মোবাইলটির অফিচিয়াল দাম ১০,৯৯৯ টাকা তবে আপনি আনফিচিয়াল নিলে ১০,০০০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, 

10000 টাকার মধ্যে ভিভো মোবাইলটির রেম ২ জিবি এবং রোম ৩২ জিবি। 

ডিসপ্লেঃ মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৫১ ইঞ্চি রেজুলাশন ৭২০*১৬০০ এবং পিপিআই ২৭০, ডিসপ্লে টেকনোলজি ব্যাবহার করা হয়েছে IPS LCD. 

মোবাইলটিতে থাকছেনা কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

ক্যামেরাঃ ১০ হাজার টাকার এই মোবাইলের ব্যাক ক্যামেরায় থাকছে একটি ৮ মেগাপিক্সেলস ল্যান্স। এই ক্যামেরা ল্যান্স দিয়ে মোটামুটি মানের ছবি তুলা যাবে কাজ চালানোর মত। তবে মোবাইলটি দিয়ে Full HD ভিডিও রেকর্ড করতে পারবেন। 

ফ্রন্ট ক্যামেরায় রয়েছে একটি মাত্র ৫ মেগাপিক্সেল ল্যান্স। এই ল্যান্সও মোটামুটি পারফর্ম করবে। 

পারফর্মেন্সঃ অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 12, ছিপ্সেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও P22 (12 nm), 

রেম থাকছে ২ জিবি এবং রোম/মেমোরি থাকছে ৩২ জিবি (Type eMMC 5.1) 

ব্যাটারিঃ মাত্র 10000 টাকার মধ্যে ভিভো মোবাইলটিতে দেওয়া অনেক বড় একটি ব্যাটারি যার ক্যাপাসিটি ৫ হাজার এম-এ-এইচ।

Vivo Y02 Full Specifications

মডেলঃVivo Y02
সিমঃ দুটি ছোট সিম।
ডিসপ্লেঃ ৬.৫১ ইঞ্চি, ৭২০ × ১৬০০ পিক্সেল।
ব্যাক ক্যামেরাঃ৮ মেগাপিক্সেলস
ফ্রন্ট ক্যামেরাঃ৫ মেগাপিক্সেলস
প্রসেসরঃমিডিয়াটেক হিলিও পি২২ (১২ এনএম)
ব্যাটারিঃ ৫০০০ হাজার এম-এ-এইচ, ১০ ওয়াট ফাস্ট চার্জার।
রেমঃ ২ জিবি
রোমঃ ৩২ জিবি 
দামঃ২/৩২ – ১০,৯৯৯ টাকা (অফিচিয়াল)

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল | Vivo Y01

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল 2023 Top Vivo Mobile Price (1)

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল গুলোর মধ্যে দ্বিতীয় স্তানে আছে Vivo Y01 এই মোবাইলটির অফিচিয়াল দাম ১১,৫৯৯ টাকা। 

এই মোবাইলটি রিলিজ হয়েছিল ২০২২ সালে, বর্তমানে এই মোবাইলটি বাজারে পাওয়া যাবে কি না সেটা নিশ্চিত হওয়া জায়নি। 

তবে এই মোবাইলটি পাওয়া গেলে তার দাম অবশ্যই ১০ হাজার টাকার মধ্যে থাকবে। 

এই মোবাইলেও থাকছে ২ জিবি রেম এবং ৩২ জিবি রোম/মেমোরি। 

ডিসপ্লেঃ এই মোবাইলের ডিসপ্লে সাইজ ৬.৫১ ইঞ্চি এবং রেজুলেশন দেওয়া হয়েছে HD+ ৭২০+১৬০০ পিক্সেল (270 ppi) ডিসপ্লে টেকনোলজি হলো IPS LCD. 

ক্যামেরাঃ এই মোবাইলের ব্যাক ক্যামেরায় একটি ল্যান্স ব্যাবহার করা হয়েছে যেটির মেগাপিক্সেল ৮, ভিডিও করা যাবে Full HD (1080p)।

ফ্রন্ট ক্যামেরায় ব্যাবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল এর একটি ল্যান্স। 

ব্যাটারিঃ ব্যাটারিতে থাকছে ৫ হাজার এম-এ-এইচ এর বিশাল বড় ব্যাটারি, যেটা চার্জ করা যাবে ১০ ওয়াট ফাস্ট চার্জার দিয়ে। 

পারফর্মেন্সঃ মাত্র ১১,৫৯৯ টাকার এই মোবাইলে ভালো একটি প্রসেসর ব্যাবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেক হেলিও P35 (12 nm) এবং অপারেটিং সিস্টেম পাচ্ছেন একটু পুরন মডেলের Android 11. 

রেম থাকছে ২ জিবি এবং রোম/মেমোরি থাকছে ৩২ জিবি যেটার টাইপ হলো (eMMC 5.1). 

Vivo Y01 Full Specifications

মডেলঃVivo Y01
সিমঃ দুটি ছোট সিম।
ডিসপ্লেঃ ৬.৫১ ইঞ্চি, ৭২০ × ১৬০০ পিক্সেল।
ব্যাক ক্যামেরাঃ৮ মেগাপিক্সেলস
ফ্রন্ট ক্যামেরাঃ৫ মেগাপিক্সেলস
প্রসেসরঃমিডিয়াটেক হিলিও পি৩৫ (১২ এনএম)
ব্যাটারিঃ ৫০০০ হাজার এম-এ-এইচ, ১০ ওয়াট ফাস্ট চার্জার।
রেমঃ ৩ জিবি
রোমঃ ৩২ জিবি 
দামঃ৩/৩২ – ১১,৫৯৯ টাকা।

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল | Vivo Y02A

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল 2023 Top Vivo Mobile Price (1)

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল গুলোর মধ্যে ৩ নাম্বারে আছে Vivo Y02A, এই মোবাইলের দাম একটু বেশি ১১,৯৯৯ টাকা। রেম ৩ জিবি এবং রোম ৩২ জিবি। 

ডিসপ্লেঃ ডিসপ্লে সাইজ ৬.৫১ ইঞ্চি রেজুলেশন ৭২০+১৬০০ পিক্সেল (২৭০ পিপিআই) 

ব্যাক ক্যামেরাঃ ১২ হাজার টাকার এই মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ল্যান্স যা দিয়ে ভিডিও করা যাবে ফুল এইচডি তে এবং এই দামের মোবাইল বেবচনায় ভালোই ছবি তুলা যাবে। 

ফ্রন্ট ক্যামেরাঃ সামন ক্যামেরা কিংবা ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে একটি ৫ মেগাপিক্সেল ল্যান্স। 

ব্যাটারিঃ মোবাইলটির ব্যাটারি সেকশনে থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট এবং ব্যাটারি এম-এ-এইচ দেওয়া হয়েছে ৫ হাজার।

পারফর্মেন্সঃ এই মোবাইলটিতে ছিপ্সেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ (১২ এনএম), অপারেটিং সিস্টেম থাকছে Android 12, রেম থাকছে ৩ জিবি এবং রোম ৩২ জিবি। 

Vivo Y02A Full Specifications

মডেলঃVivo Y02A
সিমঃ দুটি ছোট সিম।
ডিসপ্লেঃ ৬.৫১ ইঞ্চি, ৭২০ × ১৬০০ পিক্সেল (২৭০ ppi)
ব্যাক ক্যামেরাঃ৮ মেগাপিক্সেল ল্যান্স
ফ্রন্ট ক্যামেরাঃ৫ মেগাপিক্সেলস ল্যান্স
প্রসেসরঃমিডিয়াটেক হিলিও পি৩৫ (১২ এনএম) 
ব্যাটারিঃ ৫০০০ হাজার এম-এ-এইচ, ১০ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট। 
রেমঃ ৩ জিবি
রোমঃ ৩২ জিবি (eMMC 5.1)
দামঃ৩/৩২ – ১১,৯৯৯ টাকা।

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল | Y02T

10000 টাকার মধ্যে ভিভো মোবাইল 2023 Top Vivo Mobile Price (1)

আমাদের লিস্টের একদম শেষে রয়েছে ১২.৯৯৯ টাকা দামের Vivo Y02T, এই মোবাইলটি রিলিজ হয়েছিল জুলাই মাস ২০২৩ সালে তাই বলাই যায় মোবাইলটি একদন নতুন। 

ডিসপ্লেঃ মোবাইলটির ডিসপ্লে তে রয়েছে ৬.৫১ ইঞ্চির IPS LCD টাচস্ক্রীন যেটার রেজুলেশন HD+ ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ডিসপ্লে পিপিআই ২৭০।

ব্যাক ক্যামেরাঃ পূর্বের তিনটি মোবাইলের মত এই মোবাইলেও রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ল্যান্স, ভিডিও করা যাবে অন্য গুলোর মতই Full HD তে। 

ফ্রন্ট ক্যামেরাঃ ফ্রন্ট ক্যামেরা তেও কোন পরিবর্তন নেই এখানেও রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ল্যান্স। 

পারফর্মেন্সঃ এই মোবাইলটি নতুন রিলিজ হওয়ায় দেওয়া হয়েছে Android 13, তবে প্রসেসর রয়েছে আগের মোবাইলের মতই। 

সব থেকে ভালো দিক হলো এই মোবাইলের রেম এবং রোম বেশি দেওয়া হয়েছে। রেম ৪ জিবি এবং রোম ৬৪ জিবি (eMMC 5.1)

ব্যাটারিঃ এই মোবাইলেও দেওয়া হয়েছে ৫ হাজার এম-এ-এইচ এর বিশাল বড় ব্যাটারি এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জ সিস্টেম। 

 Vivo Y02T Full Specifications

মডেলঃVivo Y02T
সিমঃ দুটি ছোট সিম।
ডিসপ্লেঃ ৬.৫১ ইঞ্চি, ৭২০ × ১৬০০ পিক্সেল। (270 ppi)
ব্যাক ক্যামেরাঃ৮ মেগাপিক্সেল 
ফ্রন্ট ক্যামেরাঃ৫ মেগাপিক্সেল
প্রসেসরঃমিডিয়াটেক হিলিও পি৩৫ (১২ এনএম)
ব্যাটারিঃ ৫০০০ হাজার এম-এ-এইচ, ১০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
রেমঃ ৪ জিবি
রোমঃ ৬৪ জিবি 
দামঃ৪/৬৪ – ১২,৯৯৯ টাকা।