আশা এনজিও লোন পদ্ধতি – বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র হওয়ার কারণে বিভিন্ন কাজে লোন নেওয়ার প্রবণতা অনেক বেশি, শুধু যে দারিদ্র মানুষ লোন নিয়ে থাকে এমন টাও নয়। দারিদ্র মানুষের পাশাপাশি সমাজের উচ্চবিত্ত মানুষেরাও লোন নিয়ে থাকেন।
আরও পড়ুনঃ আশা এনজিও লোন পাওয়ার সহজ উপায়
এই জন্য বাংলাদেশে লোন প্রধানকারী ব্যাংকের সংখ্যা নিহাতই কম নয়। ব্যাংক গুলোর পাশাপাশি বিভিন্ন অনজিও গুলোও লোন দিয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি হলো আশা এনজিও লোন।
আরও পড়ুনঃ কৃষি ব্যাংক থেকে লোন পাওয়ার সহজ নিয়ম
তাই আজকে আমরা আশা এনজিও সম্পর্কে বিস্তারিত জানব, যেমন – আশা এনজিও লোন পদ্ধতি, আশা এনজিও লোন পেতে কি কি যোগ্যতা লাগবে, লোনের প্রকারভেদ এবং অন্যান্য সকল কিছু।
Contents
আশা এনজিও লোন পদ্ধতি
আশা এনজিও লোন পদ্ধতি ৩ বাগে বিবক্ত, সবগুলো লোনের জন্যই কিছু যোগ্যতা বা সর্ত প্রয়োজন হবে। তবে ৩ টি লোনের মধ্যে কিছু পারতক্ষ রয়েছে।
আরও পড়ুনঃ সহজ কিস্তিতে লোন কোথায় পাবেন? জানুন বিস্তারিত…
আশা এনজিও লোন পদ্ধতি কি কি এবং কোনটার কি সুবিদা অসুবিদা সব জানব তার আগে আমরা জেনে নেই আশা এনজিও লোন পেতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে।
আশা এনজিও লোন প্রাপ্তির যোগ্যতা সমূহ

আশা এনজিও থেকে লোন নিতে হলে এই সকল যোগ্যতা আপনার থাকা লাগবে, তাহলে আপনাকে লোন দেওয়া হবে।
অন্যতায় যদি আপনার যদি এক বা একাদিক যোগ্যতা না থাকে তাহলে আপনাকে আশা এনজিও লোন দেওয়া হবেনা।
যোগ্যতা সমূহ নিম্নে লিখা হয়েছেঃ
- আপনার বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে থাকতে হবে।
- আশা এনজিও লোন নিতে হলে আপনাকে অবশ্যই বিবাহিত থাকতে হবে।
- আশা এনজিওর লোন পেতে আপনাকে অবশ্যই তাদের গ্রাহক হতে হবে।
- আপনি যত টাকাই লোন নেন তা ৪৫ টি কিস্তির মধ্যে শেষ করতে হবে।
- আপনার নিকট আত্মীয় একজন জামিনদার কিংবা গ্যারান্টার লাগবে যার লোন পরিসোধ করার মত সম্পত্তি আছে।
- আপনি এর আগেও কোন জায়গা থেকে লোন নিয়েছে এবং সেখানে ভালো ভাবে লেনদেন করেন নাই, এই রকম কোন পূর্ব রেকর্ড থাকলে আপনাকে লোন দেওয়া হবেনা।
- আপনার নিজের একটি বাড়ি থাকতে হবে।
- আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্ধা হতে হবে, এবং আপনার নিকটতম ব্রাঞ্চ থেকে আশা এনজিও লোন নিতে পারবেন।
আশা এনজিও লোন পেতে কি কি সর্ত মানতে হবে তা আমরা ইতি মধ্যে বলেছি, এখন আমরা জানব আশা এনজিও লোন নিতে কি কি কাগজপত্র লাগবে।
আশা এনজিও লোন নিতে যে সকল কাগজপত্র লাগবে

আশা এনজিও লোন কিংবা অন্য যে কোন ব্যাংক লোন সকল কেত্রেই আমাদের কিছু কাগজপত্র প্রয়োজন হয়। আপনি যদি আশা এনজিও লোন নিতে চান তাহলে অবশ্যই আপনার এই কাগজপত্র গুলো থাকতে হবে।
- আশা এনজিও লোন ফরম আপনাকে নিজেই পুরন করতে হবে, আপনি যদি ফরম ফিলাপ করতে না পারেন তাহলে তারাই আপনাকে ফরমটি ফিলাপ করতে সাহায্য করবে।
- আপনার নতুন তুলা দু’কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
- আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে, এবং সেটার কপি জমা দিতে হবে।
- আশা এনজিও লোন পেতে একটি জমির দলিল এবং পর্চা জমা দিতে হবে, জমির দলিল অবশ্যই আপনার নামে হতে হবে।
- নাগরিক সনদ কিংবা চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হবে।
- সার্ভিস ভোটার আইডি কার্ড লাগবে, তবে আপনার যদি এটা না থাকে তাহলে জমা দিতে হবেনা।
- আপনি যদি চাকরি জিবি হন তাহলে আপনার বেতন রিসিভের রশিদ জমা দিতে হবে।
- আপনি যদি আয়কর রিটান দিয়ে থাকেন তাহলে সেটার কপি জমা দিতে হবে।
- আপনার যদি ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকে তাহলে সেটা জমা দিয়ে হবে।
- আপনার ব্যাংক থাকলে সেটার বিগত ১ বছরের স্টেটমেন্ট জমা দিতে হবে।
আশা এনজিও লোন নিতে আপনাকে এই সকল কাগজ জমা দিতে হবে। তবে উপরুক্ত কাগজপত্র গুলোর বাহিরে এক-দু’টি কাগজ লাগতে পারে আবার এর থেকে কম কাগজও লাগতে পারে।
আশা এনজিও লোন পদ্ধতি গুলো কি কি?

আপনারা ইতি মধ্যেই জেনেছেন যে আশা এনজিও লোন ৩ প্রকার।
আমরা এখন সেগুলোই জানব। আশা এনজিও লোন কি কি এবং সেগুলো একটার সাথে অপরটির পারতক্ক কি।
আশা এনজিও লোন পদ্ধতি গুলো হচ্ছেঃ
- প্রাথমিক লোন।
- বিশেষ লোন।
- এসএমই লোন।
আশা এনজিও প্রাথমিক লোন কি?
আশা এনজিও প্রাথমিক লোন তাদের সবচেয়ে জনপ্রিয় লোন, প্রাথমিক লোন ক্ষুদ্র, এবং মাজারি লোন দিয়ে থাকে, যেমন – শিক্ষা লোন, মৌসুমি লোন, স্যানিটেশন লোন ইত্যাদি।
প্রাথমিক লোন শিক্ষা ঋণের জন্য ১৫০০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে, যা এক বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
মৌসুমি লোনের জন্য দেওয়া হয় ৭০০০০ টাকা পর্যন্ত। এই লোন ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। এই লোনটি কিস্তির মাধ্যমে পরিসোধ করা হয়না।
লোন নেওয়ার ৬ মাস পর একসাথে পুড়ো টাকা পরিসোধ করতে হয়, এবং তার সাথে সুদও দিতে হয়।
স্যানিটেশন লোন ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এই লোন ১ বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
আশা এনজিও বিশেষ লোন কি?
আপনি যদি বাবসা কিংবা যে কোন ধরনের কামার করতে চান অথবা গরুর কামার করতে চান তাহলে আশা এনজিও আপনাকে ৫ লক্ষ্য টাকা পর্যন্ত বিশেষ লোন দিবে।
আশা এনজিও বিশেষ লোন ১ থেকে ২ বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
আশা এনজিও এসএমই লোন কি?
আশা এনজিও এসএমই লোন বড় বড় খ্যাঁতে অনেক বেশি টাকা লোন দিয়ে থাকে।
আশা এনজিও এসএমই লোন ৫০ লক্ষ্য টাকা পর্যন্ত ঋণ সেবা প্রধান করে, যা ২ বছরের মধ্যে পরিসোধ করতে হয়।
আশা এনজিও লোন-এর সুদের হার

আশা এনজিও বিভিন্ন খ্যাঁতে লোন দিয়ে থাকে, এবং তাদের লোন প্রধানের ভিন্ন ভিন্ন বিভাগ থাকায় লোনের সুদের হারও ভিন্ন ভিন্ন।
- আশা এনজিও প্রাথমিক লোনের সুদের হার ১৩ শতাংশ।
- আশা এনজিও বিশেষ লোনের সুদের হার ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ।
- আশা এনজিও এসএমই লোনের সুদের হার ১৩ শতাংশ থেকে ১৪ শতাংশ।
এই লোনের হার যে কোন সময় পরিবর্তন হতে পারে।
আশা এনজিও কিস্তি
আশা এনজিও লোন গুলোর মধ্যে রয়েছে ৩ টি বিভাগ সেগুলো হলো প্রাথমিক লোন, বিশেষ লোন, এসএমই লোন। এই তিনটি লোনের মধ্যে প্রাথমিক লোন পরিসোধ করতে হয় সপ্তাহিক কিস্তিতে এবং বিশেষ লোন আর এসএমই লোন আপনি চাইলে মাসিক কিংবা সপ্তাহিক লোন যে কোন একভাবে পরিসোধ করতে পারেবন।
আশা এনজিও ওয়েবসাইট
আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে তাদের অফিচিয়াল ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া আছে।
আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের সকল লোন সম্পর্কে জানতে পারবনে এবং আরও অন্যান্য সকল কিছু জানতে পারবেন।
এই লিংক টি কপি করে আপনার মোবাইলের যেকোন একটি ব্রাউজারে গিয়ে পেস্ট করুন, তাহলেই আপনি আশা এনজিওর সকল লোন সম্পর্কে জানতে পারবেন।
লিংক https://asa.org.bd/
আশা এনজিও ফোন নাম্বার | ASA NGO Branch List
আপনার স্থায়ী ঠিকানার আশে পাশে যে সকল আশা এনজিও ব্রাঞ্চ আছে সেগুলোর ঠিকানা এবং ফোন নাম্বার এখান থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আশা এনজিও তাদের শাখা প্রতিটা জেলা এবং উপজেলা পর্যায়ে আছ।
এই লিংক আপনার মোবাইলের একটি ব্রাউজারে পেস্ট করে আপনার জেলা কিংবা উপজেলায় থাকা আশা এনজিওর ঠিকানা এবং ফোন নাম্বার জেনে নিন।
লিংক https://asa.org.bd/Notice/Branch%20List.pdf